ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মন মায়াজাল’-এ বন্দি মনোজ-অর্ষা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৩১ আগস্ট ২০২১  
‘মন মায়াজাল’-এ বন্দি মনোজ-অর্ষা

হুট করেই রাত্রি আর নিহাদের বিয়েটা অনেকটা পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়। বিয়েতে দুজনের অমত না থাকলেও, মত যে কারোও ছিল না তা বোঝা যায় বাসর রাতে। বাসর ঘরে দুজনের একসঙ্গে প্রথম বাক্য ‘আমার একটু সময় লাগবে’।

এরপর একই ঘরে দুজনের আলাদা থাকা। এদিকে রাত্রির সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক ছিল। অন্যদিকে নিহাদ প্রেম করে বিয়ে করেছিল মিতুকে। কিন্তু এই সুখ নিহাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু কেন? জানতে হলে দেখতে হবে ‘মন মায়াজাল’।

হামেদ হাসান নোমানের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন দেবব্রত রনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, জামশেদ শামীম, মিষ্টি জাহানসহ অনেকে। 

এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘মন মায়াজাল’ অন্যরকম একটি গল্পে নির্মিত। আমরা কখন কার যে মন মায়াজালে পরে যাই কেউ জানি না। দূরে থাকলেও কিছু ভালোবাসার জন্য অদ্ভুত মায়াজাল তৈরি হয়। টেলিছবির শেষে অন্যরকম একটা চমক আছে।’

লাক্স নিবেদিত ‘মন মায়াজাল’ টেলিছবিটি আগামীকাল ১ সেপ্টেম্বর বিকাল ৩টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে প্রচার করা হবে বলে জানান এর নির্মাতা। 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়