ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমান শাহর জন্য দোয়া মাহফিল

প্রকাশিত: ১৫:৪৩, ৫ সেপ্টেম্বর ২০২১  
সালমান শাহর জন্য দোয়া মাহফিল

বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। এছাড়া সেপ্টেম্বর মাসে শোবিজ অঙ্গন হারিয়েছে বাংলার মুকুটহীন সম্রাট খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন ও নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত সাদেক বাচ্চুর মতো উজ্জ্বল নক্ষত্রদের। তা ছাড়াও ঢাকাই চলচ্চিত্রের আরো কয়েকজন তারকাকে হারানোর মাস এটি।

তাদের প্রত্যেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সোমবার (৬ সেপ্টেম্বর) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

আরো পড়ুন:

আগামীকাল বাদ আসর বিএফডিসির শিল্পী সমিতির আর্টিস্ট স্টাডিরুমে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই আয়োজনে কোরআন খতম, মিলাদ ও তবারক বিতরণ করা হবে বলে জানিয়েছেন জায়েদ খান।

সমিতির পক্ষ থেকে অসচ্ছল শিল্পীদের প্রতি ঈদেই আর্থিক সহায়তা, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়ে থাকে। এছাড়াও করোনার কারণে অনেক শিল্পী কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে যারা দিন চুক্তিতে শুটিং করে থাকেন তাদের নাজেহাল অবস্থা। করোনার শুরু থেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে একাধিকবার এসব শিল্পীদের সহায়তা করা হয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়