ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌসুমীকে ধন্যবাদ দিলেন জায়েদ খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৩ জুন ২০২২   আপডেট: ১৪:০৩, ১৪ জুন ২০২২
মৌসুমীকে ধন্যবাদ দিলেন জায়েদ খান

জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি, পাশাপাশি সংসার ভাঙার অভিযোগ এনেছেন ওমর সানী। এ দিকে যাকে নিয়ে এই অভিযোগ তিনি অর্থাৎ মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি। শুধু তাই নয়, জায়েদ খানকে তিনি আজ এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন। 

মৌসুমীর এই অডিও বার্তার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জায়েদ খান। এমনকি তিনি মৌসুমীকে ধন্যবাদও জানিয়েছেন।  

আরো পড়ুন:

জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘আপা (মৌসুমী) সব পরিষ্কার করে দিয়েছেন। আপাকে ধন্যবাদ।’ 

এ সময় ওমর সানীর ওপর তার আর কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ওমর সানী ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ। আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’

গত রোববার সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে ওমর সানী জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন জায়েদ খান। 

ঢাকা/রাহাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়