ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জায়েদের বিরুদ্ধে সানীর অভিযোগ নিয়ে কী ভাবছে শিল্পী সমিতি?

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৪ জুন ২০২২   আপডেট: ১৬:৩৮, ১৪ জুন ২০২২
জায়েদের বিরুদ্ধে সানীর অভিযোগ নিয়ে কী ভাবছে শিল্পী সমিতি?

জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙা ও হত্যার হুমকির অভিযোগ এনে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন ওমর সানী। 

গত দুদিন ধরেই এ ঘটনা বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে কী ভাবছে চলচ্চিত্র শিল্পী সমিতি? জানতে রাইজিংবিডির এই প্রতিবেদক কথা বলেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিকের সঙ্গে।

আরো পড়ুন:

সাইমন সাদিক বলেন, ‘সংগঠনে চিঠি এসেছে। বিষয়টি তাদের পারিবারিক। সুতরাং এমন একটি পারিবারিক বিষয় নিয়ে সংগঠন কী করতে পারে?’

‘সভাপতি বরাবর চিঠি দেওয়া হয়েছে। উনি বিষয়টি ভালো বলতে পারবেন।’ বলেন এই চিত্রনায়ক। তিনি এর বেশি মন্তব্য করতে রাজি হননি।      

গত রোববার ওমর সানী জায়েদ খানকে অভিযুক্ত করে শিল্পী সমিতিতে চিঠি দিয়েছেন। সেখানে তিনি তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিভিন্ন সময় বিরক্ত করা, সংসার ভাঙার অপচেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন। 

উল্লেখ্য অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। এবং মৌসুমী স্বয়ং এ ঘটনার পর এক অডিও বার্তায় জায়েদ খানের সাফাই গেয়ে স্বামী ওমর সানীকেই দুষেছেন। 
 

ঢাকা/রাহাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়