ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেমস বন্ড সিনেমার আদলে প্রভাস-দীপিকার অ্যাকশন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২০ জুলাই ২০২২  
জেমস বন্ড সিনেমার আদলে প্রভাস-দীপিকার অ্যাকশন?

ভারতের তেলেগু সিনেমার অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘প্রজেক্ট কে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, বহুল প্রতীক্ষিত সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে জেমস বন্ড সিরিজের আদলে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘প্রজেক্ট কে’ সিনেমার এই অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে। ফেরারি ও ল্যাম্বরগিনির মতো গাড়ি দিয়ে দৃশ্যায়ন হয়েছে। জানা গেছে, সিনেমার মূল আকর্ষণেই থাকবে এই দৃশ্য।

আরো পড়ুন:

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘প্রভাস ও দীপিকা সম্প্রতি কার চেজের একটি ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন। এই দৃশ্যের জন্য ফেরারি ও ল্যাম্বরগিনির মতো গাড়ি আমদানি করা হয়েছে। হলিউডের জেমস বন্ড সিরিজের আদলে দৃশ্যধারণ করা হয়। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হচ্ছে।’

সায়েন্স ফিকশন ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন নাগ অশ্বিন। প্রভাস-দীপিকা ছাড়াও এতে আরও আছেন ‘বিগ বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়