ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন সিনেমা নিয়ে আসছেন রাজ-মিম

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১০ আগস্ট ২০২২  
নতুন সিনেমা নিয়ে আসছেন রাজ-মিম

নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। এতে জুটি বেঁধে অভিনয় করেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শক মহলে সারা ফেলেছে। এবার ‘দামাল’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছে এই জুটি। 

সোমবার (৮ আগস্ট) তারকাবহুল এ সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। পরে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট প্রদানে সম্মত হন সেন্সর সদস্যরা। 

চলতি বছরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। সেন্সর সচিব মমিনুল হক জানান, এ সপ্তাহেই  আনকাট সার্টিফিকেট প্রদান করা হবে।

রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে। স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়