ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে সারা-জাহ্নবী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২০ আগস্ট ২০২২   আপডেট: ১২:২৪, ২০ আগস্ট ২০২২
একসঙ্গে সারা-জাহ্নবী

জাহ্নবী কাপুর ও সারা আলী খান

বলিউডের উঠতি দুই অভিনেত্রী সারা আলী খান ও জাহ্নবী কাপুর। সমসাময়িক অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে তারা বেশ ভালো বন্ধু। এবার একটি প্রজেক্টে তাদের একসঙ্গে দেখা যাবে।

কিছুদিন আগেই ‘কফি উইথ করন’ টক শো-তে হাজির হয়েছিলেন সারা ও জাহ্নবী। সেই সময় ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন। শুক্রবার (১৯ আগস্ট) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এর ঘোষণা দিয়েছেন তারা। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আরো পড়ুন:

তাদের দু’জনের ছবি পোস্ট করে সারা লিখেছেন, ‘কফির চুমুক অনেক গরম ছিল। অবশেষে সহ-অভিনয়শিল্পী হিসেবে শুটিং করলাম। আমাদের দেখার জন্য অপেক্ষা করুন। পাশাপাশি কী ভাবছেন আমাদের জানান।’

করোনা মহামারির সময়ে সারা ও জাহ্নবীর মধ্যে বন্ধুত্ব আরো বেড়েছে। এমনকি একসঙ্গে মালদ্বীপ ভ্রমণেও গিয়েছিলেন তারা। সারার মতো একই ছবি পোস্ট করে জাহ্নবী কাপুর লিখেছেন, ‘রোমাঞ্চকর ভ্রমণ, কফি ডেট এবং এবার সহ-অভিনয়শিল্পী।’ এর নিচে সারা লিখেছেন, ‘একটা ফাটাফাটি কিছু হবে।’

এর আগে জাহ্নবীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে সারা বলেছেন, ‘আমরা পরস্পরের থেকে আলাদা, তবে নিজেদের নিয়ে স্বস্তিবোধ করি। আমরা দু’জন ঘনিষ্ঠ বন্ধু নয় এবং আমাদের অন্য বন্ধু আছে। কিন্তু গত দুই বছর ধরে আমাদের যোগযোগ বেশি হয়েছে। উঠতি অভিনয়শিল্পী যারা মাত্র কেরিয়ার শুরু করেছে করোনার কারণে দুই বছর হারিয়েছি, এই বিষয়টি আমাদের আরো কাছে নিয়ে এসেছে।’

সম্প্রতি জাহ্নবী অভিনীত ‘গুড লাক জেরি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’— এর শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এছাড়াও ‘বাওয়াল’ ও ‘মিলি’ সিনেমায় জাহ্নবীকে দেখা যাবে।

অন্যদিকে, সারার সর্বশেষ সিনেমা ‘আতরাঙ্গি রে’। লক্ষ্মণ উতেকারের নাম ঠিক না হওয়ায় একটি সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। এতে তার সঙ্গে থাকবেন ভিকি কৌশল। বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় পর্দায় হাজির হবেন সারা। এছাড়া করন জোহরের দুই সিনেমায় দেখা যাবে তাকে।

/মারুফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়