ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুমি কিছু একটা করো…

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১১:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২২
তুমি কিছু একটা করো…

দীর্ঘ চার বছর ধরে সম্পর্কে রয়েছে রাসেল ও সোনিয়া। এ পর্যায়ে এসে সম্পর্কের পরিণয় চায় সোনিয়া। কিন্তু রাসেল মাত্র কম্পিউটার সায়েন্সে অনার্স সম্পন্ন করেছে; এখনো বেকার। সোনিয়া চায় রাসেল কিছু একটা করুক। যাতে সোনিয়ার বাবার কাছে গিয়ে রাসেল বলতে পারে সে সোনিয়াকে ভালোবাসে! বাকিটা সোনিয়া দেখবে, রাসেলও তাই চায়!

চাকরির জন্য রাসেল খুব চেষ্টা করে। প্রত্যেক ইন্টারভিউয়ে রাসেল প্রশংসা পায়। কিন্তু চাকরি হয় না। কারণ রাসেল কোনো না কোনো ঘটনা ঘটায়। এসব শুনে প্রায়ই খেপে যায় সোনিয়া। সোনিয়াকে ঠান্ডা করে রাসেল কথা দেয়, সে এবার সত্যিই চাকরির চেষ্টা করবে। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

আরো পড়ুন:

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘তুমি কিছু একটা করো’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেতু আরিফ। রাসেল ও সোনিয়া চরিত্রে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি। তা ছাড়া অভিনয় করেছেন রকি খান, শাফিজ মামুন প্রমুখ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়