ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ লটের শুটিংয়ে ব্যস্ত ওমর সানী

প্রকাশিত: ১৬:৩৯, ৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:৩৪, ৬ অক্টোবর ২০২২
শেষ লটের শুটিংয়ে ব্যস্ত ওমর সানী

নির্মাতা জাহিদ হোসেন নির্মাণ করছেন ‘সোনার চর’ শিরোনামে সিনেমা। এরই মধ্যে সিনেমাটির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে।

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

আরো পড়ুন:

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমার শুটিং দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল থেকে পুবাইলে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নেন ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, আবুল হোসেন মজুমদারসহ অনেকে। এটি শেষ লটের শুটিং বলে জানিয়েছেন পরিচালক।

‘মাতৃত্ব’ সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ সিনেমার কাজ শেষ করেন। যদিও নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়