ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

মৌসুমী-সানির শেষ, জায়েদের শুরু

প্রকাশিত: ১৭:০৮, ২৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:১১, ২৬ অক্টোবর ২০২২
মৌসুমী-সানির শেষ, জায়েদের শুরু

তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। এবার তাদের নির্মাতা জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমায় দেখা যাবে। ইতিমধ্যে নিজেদের অংশের শুটিং ও ডাবিং সম্পন্ন করেছেন তারা।

সিনেমাটির বাকি অংশের শুটিংয়ে অংশ নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার।

জাহাঙ্গীর সিকদার বলেন, আজ ‘সোনার চর’ সিনেমার কাজ শেষ করেন ওমর সানি। এর আগে মৌসুমী আপা তার অংশের কাজ শেষ করেন। সিনেমাটির কিছু অংশের কাজ বাকি আছে। আগামী মাসের শেষের দিকে জায়েদ খান বাকি অংশের কাজে অংশ নিবেন। এর পরই মুক্তির জন্য প্রস্তুতি নিব।’

আরো পড়ুন:

এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

‘মাতৃত্ব’ সিনেমা নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ সিনেমার কাজ শেষ করেন। যদিও নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি সিনেমাটি।

রাহাত/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট