ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘টাকার এতো অভাব যে তাদের থেকে ১০ পার্সেন্ট নিতে হবে’ ঝন্টুর প্রশ্ন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৩১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:১৩, ৩১ জানুয়ারি ২০২৩
‘টাকার এতো অভাব যে তাদের থেকে ১০ পার্সেন্ট নিতে হবে’ ঝন্টুর প্রশ্ন

আমদানির মাধ্যমে বলিউডের সিনেমা বাংলাদেশে প্রদর্শন নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন চলচ্চিত্রের অনেকেই। এ নিয়ে আন্দোলন সংগ্রাম কম হয়নি। তবে এসব ছাপিয়ে নিপুণের দাবি ‘দশ পার্সেন্ট’ নিয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে।  

এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এ বিষয়ে এবার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু কথা বলেছেন। এর আগে বিষয়টির বিরোধীতা করেন মালেক আফসারী, ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাস, শাকিল খানসহ অনেকেই।  

সাফটা চুক্তিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা ‘পাঠান’ মুক্তির বিপক্ষে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। প্রশ্ন রেখে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘বিদেশের সিনেমা নিয়ে এত গর্বের কী আছে? আর আমাদের কি টাকার এতই অভাব যে তাদের থেকে ১০ পার্সেন্ট নিতে হবে?’

দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার কথা উল্লেখ করে নিপুণের উদ্দেশ্যে ঝন্টু বলেন, ‘আমাদের চলচ্চিত্র যেন প্রসারিত হয় সে ক্ষেত্রে নিপুণকে কাজ করতে হবে। আমার বিশ্বাস নিপুণ আমাদের চলচ্চিত্র নিয়ে কাজ করবে। এখানে রেষারেষিতে বিদেশি চলচ্চিত্র আমাদের মাঝে ঢুকে পড়লে বরং ক্ষতিটা আমাদের চলচ্চিত্র অঙ্গনেরই হবে।’

হিন্দি সিনেমা মুক্তির পক্ষে মত দেন নিপুণ আক্তার। পাশাপাশি লাভের দশ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেখার দাবিও করেন এই নায়িকা।

রাহাত//

আরো পড়ুন  



সর্বশেষ