ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ দিনে পাঠানের আয় প্রায় ১০০০ কোটি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩
১০ দিনে পাঠানের আয় প্রায় ১০০০ কোটি

শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি থেকে বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। প্রথম সপ্তাহে শুধু ভারতে সিনেমাটি ৩০০ কোটি রুপির বেশি আয় করে ভেঙে দিয়েছে ভারতের ৯টি সিনেমার (হিন্দি) রেকর্ড। এই জয়রথ এখনো চলমান। মুক্তির দশম দিনেও তার ব্যত্যয় ঘটেনি।

বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে, মুক্তির দশম দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ১৪ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৩৭৮.১৫ কোটি রুপি। দশম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৫৬ কোটি ৪৭ লাখ টাকার বেশি।

আরো পড়ুন:

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়