ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭৪ বছর বয়সী হেমার ব্যালে নাচে মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১৩:০৮, ২০ মার্চ ২০২৩
৭৪ বছর বয়সী হেমার ব্যালে নাচে মুগ্ধ দর্শক

বলিউডের বরেণ্য অভিনেত্রী হেমা মালিনী। তার বয়স এখন ৭৪। সংখ্যায় বয়স ৭৪ হলেও যেকোনো কম বয়সী নায়িকা তার রূপের সামনে যেন ম্লান হয়ে যান! তার ‘ড্রিম গার্ল’ তকমা এখনো প্রাসঙ্গিক; আর তারই প্রমাণ আরো একবার দিলেন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার (১৯ মার্চ) মুম্বাইয়ে গঙ্গা নদীকে পরিচ্ছন্ন রাখতে এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটি নৃত্যনাট্যর আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ‘গঙ্গা’ রূপে আবির্ভূত হন হেমা মালিনী। এ মঞ্চে তার ব্যালে ডান্স মুগ্ধ করেছে দর্শকদের।

আরো পড়ুন:

হেমা মালিনীর ব্যালে ডান্সের স্থিরচিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেয়ে এশা দেওল। আর ক্যাপশনে লিখেছেন— ‘আমার মা ড্রিম গার্ল হেমা মঞ্চে গঙ্গার ভূমিকায় অভিনয় করেছেন। একেবারে অসাধারণ পারফরম্যান্স। এ নাচের মাধ্যমে পরিবেশ-নদী পুনরুদ্ধারের অত্যন্ত শক্তিশালী একটি বার্তা দেওয়া হয়েছে। পরবর্তী শোয়ের জন্য নজর রাখুন। মা, তোমাকে ভালোবাসি।’

এই অনুষ্ঠানে পারফর্ম করার আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে হেমা মালিনী বলেন— ‘আমি বিশ্বজুড়ে বিভিন্ন ধরণের ব্যালে নৃত্য পরিবেশন করেছি। আর সেগুলো দর্শক পছন্দ করেছেন। আমরা আমাদের পৌরাণিক কাহিনি ও চরিত্রগুলো যেমন দুর্গা এবং রাধা-কৃষ্ণকে নাচের মধ্য দিয়ে তুলে ধরি। খাঁটি শাস্ত্রীয়নৃত্যের মাধ্যমে সংস্কৃতির প্রতিনিধিত্ব করি। কিন্তু গঙ্গাকে নিয়ে এই ব্যালেতে আমরা বিশেষ শাস্ত্রীয়নৃত্য রাখতে পারিনি। এখানে নাচের অন্যধারার একটি শৈলী দেখতে পাবেন।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়