ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিং টিমের সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিলেন কীর্তি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ২১ মার্চ ২০২৩   আপডেট: ১৪:০৭, ২১ মার্চ ২০২৩
শুটিং টিমের সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিলেন কীর্তি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। তার পরবর্তী সিনেমা ‘দসরা’। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নানি। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমা ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে। সিনেমাটির শুটিংয়ের শেষ দিন ইউনিটের প্রতিটি সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন কীর্তি সুরেশ।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ১৩০টি স্বর্ণমুদ্রা ‘দসরা’ সিনেমার শুটিং টিমের সদস্যদের উপহার দিয়েছেন কীর্তি। প্রতিটি মুদ্রার ওজন ১০ গ্রাম। ভারতীয় বাজার অনুযায়ী যার মূল্য ৭০-৭৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯৫ লাখ ৪২ হাজার টাকার বেশি)।

আরো পড়ুন:

‘দসরা’ সিনেমার শুটিং টিমের এক সদস্য সিয়াসাত ডটকমকে বলেন— ‘সিনেমাটির শুটিংয়ের শেষ দিন খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কীর্তি। তিনি কিছু মানুষকে উপহার দিতে চেয়েছিলেন, যারা সিনেমায় তাকে সেরাটা দিতে সহযোগিতা করেছেন।’

এ সিনেমায় ভিনেলা চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়