ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছোট ছেলের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানালেন শাকিব

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ২১ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৩৬, ২১ মার্চ ২০২৩
ছোট ছেলের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানালেন শাকিব

আলোচিত চিত্রনায়ক শাকিব খান ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। 

মঙ্গলবার ভেরিফায়েড ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। ছবিতে বীরের সঙ্গে তাকে হাসিমুখে খুনসুটি করতে দেখা গেছে।  

শাকিব পোস্টে  লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’

শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর কোল আলো করে ২০২০ সালের এই দিনে শেহজাদ খান বীর জন্মেছিলেন। তিন বছর পূর্ণ হলো এই তারকাসন্তানের। 

একমাত্র সন্তানের জন্মদিন উপলক্ষ্যে বুবলীও একটি পোস্ট দিয়েছেন। পোস্টে বুবলী লিখেছেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা, তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিলো আমি যেন স্বর্গে আছি!

‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’ লিখেছেন বুবলী।

২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়