ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আক্রান্ত অভিনেত্রী পূজা ভাট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ১৫:৫৩, ২৪ মার্চ ২০২৩
করোনায় আক্রান্ত অভিনেত্রী পূজা ভাট

কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান বলিউড অভিনেত্রী কিরণ খের। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী-নির্মাতা-প্রযোজক পূজা ভাট। শুক্রবার (২৪ মার্চ) এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

টুইটে পূজা ভাট বলেন, ‘ঠিক ৩ বছর পর, প্রথমবার আমি করোনাভাইরাসে আক্রান্ত হলাম। সবাই মাস্ক পরুন। কোভিড-১৯ এখনো আমাদের চারপাশে রয়েছে, ভ্যাকসিন নিয়ে থাকলেও আক্রান্ত হতে পারেন। আশা করছি, সুস্থ হয়ে খুব শিগগির ফিরব।’

আরো পড়ুন:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জেনে ভক্তদের অনেকে মন্তব্য করে সুস্থতা কামনা করেছেন। কারো কারো মন্তব্যের জবাবও দিয়েছেন পূজা।

বাবা মহেশ ভাট পরিচালিত ‘ড্যাডি’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পরবর্তীতে প্রযোজক-নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’। গত বছরের ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়