ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকার ‘হিরো’তে মিঠুন চক্রবর্তী

প্রকাশিত: ১৬:৪৪, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৪৯, ২৬ মার্চ ২০২৩
ঢাকার ‘হিরো’তে মিঠুন চক্রবর্তী

ওপার বাংলার ‘মহাগুরু’খ্যাত তারকা মিঠুন চক্রবর্তী আবারো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘হিরো’ সিনেমায় তাকে দেখা যাবে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সিনেমাটির গল্পকার আবদুল্লাহ জহির বাবু।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে বাবু পোস্টে লিখেছেন: ‘ধন্যবাদ এইচ. কে. এস ইন্ডাস্ট্রীজ লিমিটেড আমাকে এই সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে আমার উপর বিশ্বাস রাখার জন্য। শ্রেষ্ঠাংশে থাকছেন মিঠুন চক্রবর্তীসহ আরো অনেকে।’ 

তবে সিনেমাটিতে অভিনয় করার সম্মতি দিলেও এখন পর্যন্ত চুক্তিবদ্ধ করা হয়নি বলে জানা যায়। 

১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’এর মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমার সঙ্গে যুক্ত হন মিঠুন।এর ২৩ বছর পর তিনি আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমায় অভিনয় করেন। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়