ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহত অক্ষয়ের কাজে মুগ্ধ নেটিজেনরা (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৭ মার্চ ২০২৩   আপডেট: ১৪:২৮, ২৭ মার্চ ২০২৩
আহত অক্ষয়ের কাজে মুগ্ধ নেটিজেনরা (ভিডিও)

কয়েক দিন আগে শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শুটিং করার সময়ে হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। আহত হলেও সেদিন শুটিং বন্ধ করেননি। সে ধারাবাহিকতা এখনো বিদ্যমান। বর্তমানে যুক্তরাজ্যে সিনেমাটির হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন অক্ষয়।

একটি সূত্র পিংকভিলাকে বলেন— ‘‘অক্ষয় কুমার হাঁটুতে আঘাত পেয়েছেন। প্রত্যেক দিন হাঁটুতে ব্রেস পরে ক্রাচে ভর দিয়ে অন্যের সহযোগিতায় হাঁটছেন তিনি। এ অবস্থায়ও পেশাদারিত্বের জায়গা থেকে সরে যাননি অক্ষয়। এতটা গুরুতর আহত হওয়ার পরও অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন এই ‘খিলাড়ি’।’’

আরো পড়ুন:

সূত্রটি অক্ষয়ের শুটিংয়ের একটি ভিডিও ক্লিপ দিয়েছেন সংবাদমাধ্যমটিকে। তাতে দেখা যায়, মোটরসাইকেলে বসা অক্ষয়। তার ডান হাঁটুতে ব্রেস পরানো। শট শেষ হলে কয়েকজন এসে মোটরসাইকেলটি ধরেন, আর দুজনে অক্ষয়ের পা ধরে নামান। তারপর ক্রাচে ভর দিয়ে হাঁটার চেষ্টা করেন, পাশাপাশি আরো দুজনে তাকে হাঁটতে সহযোগিতা করেন।

এ ভিডিও দেখে অক্ষয় কুমারের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। পেশাদারিত্ব ও আত্মত্যাগ দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। বর্তমানে যুক্তরাজ্যে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করছেন পরিচালক আলী আব্বাস জাফর। এ দৃশ্যের জন্য প্রযোজক জ্যাকি ভগনানি ১৫ কোটি রুপি (১৯ কোটি ১৫ লাখ টাকার বেশি) ব্যয় করেছেন।

অক্ষয়-টাইগার ছাড়াও অন্যান্য চরিত্রে আরো অভিনয় করছেন— সোনাক্ষী সিনহা, মানশি চিল্লার, পৃথ্বিরাজ প্রমুখ। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভগনানি।

অক্ষয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেলফি’। গত ২৪ ফেব্রুয়ারি ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায়। মালায়ালাম ভাষার ‘ড্রাইভিং লাইসেন্স’ সিনেমার হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়না পেন্টি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়