ঢাকা     শুক্রবার   ০৯ জুন ২০২৩ ||  জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কিন্তু ...

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ১৪:৫৪, ৩০ মার্চ ২০২৩
আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে, কিন্তু ...

কিংবদন্তি অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ দেশের সংস্কৃতি ও শিল্প অঙ্গনের করুণ অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে।’ উদাহরণ টানতে গিয়ে হিরো আলমের নাম উল্লেখ করেন এই গুণী অভিনেতা। তার এই মন্তব্যে নাট্য ও সিনেমা অঙ্গনের অধিকাংশ মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। তবে বিপক্ষেও ব্যাখ্যা দিচ্ছেন অনেকে।   

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী ‘রুচির দুর্ভিক্ষ’ কথাটিতে সমর্থন দিলেও আপত্তি জানিয়েছেন একজন ব্যক্তির নাম প্রকাশ করায়। 

ওমর সানী এ প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে এটা সত্য। মামুনুর রশীদ স্যারের তুলনা নেই। বাংলাদেশে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। স্যার যে দুর্ভিক্ষের কথা বলেছেন তা সকল সেক্টরেই আছে। পারটিকুলার ওর (হিরো আলম) নাম বলার তো দরকার নেই। আর যদি বলতেই হয় তাহলে সবার নাম বলেন আপনি।  

মামুনুর রশীদের বিশ্লেষণের প্রসংশা করে এই চিত্রনায়ক বলেন, স্যার পরে যেটা বিশ্লেষণ করেছেন সুন্দর বলেছেন। আমাদের এই দুর্ভিক্ষ থেরে বেরিয়ে আসা উচিৎ। তবে একজনের নাম বলা উচিৎ হয়নি। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়