ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতারণার অভিযোগে ‘আপসেট’ রিয়াজ

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:২৯, ১ এপ্রিল ২০২৩
প্রতারণার অভিযোগে ‘আপসেট’ রিয়াজ

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। অভিযোগে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার কথা উল্লেখ করেছেন তিনি। এমন অভিযোগে ‘আপসেট’ নায়ক রিয়াজ। নির্মাতার সুস্থতা কামনা করেছেন এই চিত্রনায়ক। 

বিষয়টি জানতে চাইলে রিয়াজ রাইজিংবিডিকে বলেন, আমি একটি বিজ্ঞাপনের জন্য আর সি এল নামক একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। সেখানে পরিচালক জ্যাম্বস্ কাজলও উপস্থিত ছিলেন। পরবর্তিতে কোম্পানি আর একজন পরিচালককে নিয়ে বিজ্ঞাপনটি করেছেন। এটা কোম্পানির এখতিয়ার। কোম্পানি করতেই পারে। আমার চুক্তি হয়েছে কোম্পানির সঙ্গে। এই বিজ্ঞাপনে আমি অভিনয় করেছি মাত্র।’

অভিযোগ নিয়ে রিয়াজ বলেন, ‘আজ দেখলাম উনি (জ্যাম্বস্ কাজল) এই বিষয়টি নিয়ে নানা রকম অপ্রিতীকর কথা বলছেন। নানা রকম মিথ্যা অভিযোগ করছেন। উনি বলছেন- আমি এর পরিচালক। আমি পরিচালক নই। আমি শুধু অভিনয় করেছি। উনি কোন উদ্দ্যেশ্যে এমন কথা বলছেন আমি জানি না। আমি এ নিয়ে খুবই আপসেট।’

‘আইনের আশ্রয় নেয়া ছাড়া কোনো পথ খোলা রাখেননি উনি’ উল্লেখ করে জ্যাম্বস্ কাজলের সুস্থতা কামনা করে রিয়াজ বলেন, ‘আমি মনে করি উনি মানসিকভাবে সুস্থ থাকলে এ ধরনের কাজ করতে পারকেন না। আমি উনার সুস্থতা কামনা করছি।’

এ দিকে জ্যাম্বস্ কাজল দাবি, তিনি তার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান থেকে রংপুর ক্যামিকেল লিঃ-এর বিজ্ঞাপন নির্মাণের জন্য চিত্রনায়ক রিয়াজকে শুধু অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেন। কিন্তু রিয়াজ এই নির্মাতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে রংপুর ক্যামিকেলের কর্মকর্তাদের খেপিয়ে তোলেন এবং রিয়াজ নিজেই এই বিজ্ঞাপনের কাজ নেন।  
 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়