ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অজয়ের সিনেমার আয় ১১৪ কোটি ছাড়িয়েছে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১২ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:০৮, ১২ এপ্রিল ২০২৩
অজয়ের সিনেমার আয় ১১৪ কোটি ছাড়িয়েছে

অজয় দেবগন অভিনীত সিনেমা ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। গত ৩০ মার্চ ভারতের ৪ হাজারের অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার প্রথম দিনের আয়ের দিক থেকে এ সিনেমার অবস্থান তৃতীয়।

শত কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। গড়পড়তা ব্যবসা করছে এটি। তবে ১২ দিনে বিশ্বব্যাপী এ সিনেমার আয় শত কোটি টাকা ছাড়িয়েছে।

আরো পড়ুন:

মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ১২তম দিনে শুধু ভারতে ‘ভোলা’ সিনেমা আয় করেছে ১.৫৫ কোটি রুপি। এ পর্যন্ত শুধু ভারতে আয় করেছে ৭৩.৮৪ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৮৮ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার আয় ১১৪ কোটি টাকার বেশি।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ভোলা’ সিনেমা প্রযোজনাও করেছেন অজয় দেবগন। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন— টাবু, অমলা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়