ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিযোগের জবাব দিলেন অনন্ত জলিল

প্রকাশিত: ১৬:৪১, ২৬ এপ্রিল ২০২৩   আপডেট: ১৭:০৬, ২৬ এপ্রিল ২০২৩
অভিযোগের জবাব দিলেন অনন্ত জলিল

অনন্ত জলিল অভিনীত ও মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমাটি এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির মুক্তির আগেই দর্শকদের আগ্রহের শীর্ষে ছিল। মুক্তির পর আশানুরূপ দর্শকও লক্ষ্য করা যা্য়।

এরই মধ্যে অভিযোগ ওঠে, গার্মেন্টস কর্মীদের ভাড়া করে এনে সিনেমা দেখাচ্ছেন অনন্ত জলিল। এমন অভিযোগের কড়া জবাব দিলেন এই নায়ক-প্রযোজক। 

আরো পড়ুন:

গার্মেন্টস কর্মীদের ভাড়া করার অভিযোগ ওঠার পর অনেকটা রাগান্বিত হয়ে মুখ খুললেন ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। তিনি বলেন, ‘যে এই কথা বলেছে, তার বাবা ভাড়া করে নিয়ে আসছে। এই যে ছোটলোকরা বলে, গার্মেন্টসকর্মী; আরে ছোটলোক গার্মেন্টসকর্মী সম্বন্ধে তো তোমার ধারণাই নাই।’ 

অভিনেতা অনন্ত বলেন, 'ছোটলোক কোথাকার, এটা বলো কেন? এই কারণে আজকে আমি রাগ হচ্ছি। এই যে বর্ষা, মধুমিতা হলে ‘দিন-দ্য ডে’র সময় কেঁদে ফেলেছিল, এই কথার কারণে।’

এর আগে রোববার দর্শক ও ভক্তদের সঙ্গে দেখা করতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে যান অনন্ত জলিল। সঙ্গে ছিলেন তার স্ত্রী ‘কিল হিম’ সিনেমার নায়িকা বর্ষা। অভিযোগ ওঠে, সেখানে অনন্ত জলিলের ভাড়া করা লোকজন সাংবাদিকদের গায়ে হাত তোলেন। এই বিষয় নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার সারারাত অনেক কষ্ট লেগেছে। কালকে রাতে যখন আমি অনেকের কাছ থেকে শুনেছি যে, সাংবাদিক ভাইদের গায়ে হাত তুলেছে, সাংবাদিক বোনদের গায়ে হাত তুলেছে। আপনারা আধা ঘণ্টার মতো বসুন্ধরার ফুড কোডে ছিলেন।বর্ষাকে আপনারা ক্যামেরায় দেখেন নাই। কেন দেখেন নাই? ওকে চার-পাঁচটা মেয়ে ঘেরাও করে ধরে রেলিংয়ের ওখানে রেখে দিয়েছে। কারণ এতো লোক আসছে, এর ভেতরে কে বা কারা কী করেছে সেটা আপনারা জানতে পারেন।’

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়