ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনন্তর সিনেমার পরিচালককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশিত: ১৬:৪৮, ২৬ এপ্রিল ২০২৩   আপডেট: ১৬:৫৫, ২৬ এপ্রিল ২০২৩
অনন্তর সিনেমার পরিচালককে হত্যার হুমকি, থানায় জিডি

এবারের ঈদে মুক্তি পায় অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। এবার সেই মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন।

এ ঘটনায় সোমবার (২৪ এপ্রিল) সকালে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। যার নম্বর-১৩৮১। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ইকবাল নিজেই।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘কে বা কারা এ কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে থানায় গিয়েছি।’

ইকবাল আরো বলেন, ‘হুমকির কোনো কারণ আমার জানা নেই। আমার কারো সঙ্গে শত্রুতা নেই। তবে এতটুকু ধারণা করছি, আমার ঈদের সিনেমাটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’

‘কিল হিম’ সিনেমায় অনন্তর বিপরীতে বরাবরের মতোই আছেন তার স্ত্রী বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়