ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ফ্রিল্যান্সার’ থেকে ‘শেষ বাজি’ ধরলেন সাইমন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৯ মে ২০২৩  
‘ফ্রিল্যান্সার’ থেকে ‘শেষ বাজি’ ধরলেন সাইমন

বর্তমান সময়ের চিত্রনায়ক সাইমন সাদিক। চলচ্চিত্র নিয়ে খুব বেশি ব্যস্ততা না থাকলেও এবার একসঙ্গে জোড়া সিনেমায় নাম লেখালেন এই নায়ক।

কয়েকদিন আগে তিনি মিজানুর রহমান মিজানের ‘ফ্রিল্যান্সার’ সিনেমায় নাম লেখান। এরপরই জানা গেল তিনি ‘শেষ বাজি’ সিনেমায়ও অভিনয় করবেন। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান। 

ডার্ক-থ্রিলার গল্প নিয়ে ‘ফ্রিল্যান্সার’ সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে। এতে সাইমন সাদিকের সঙ্গে আরও দেখা যাবে পারভেজ চৌধুরী আবিরকে। এই দুই নায়কের সঙ্গে থাকবেন নবাগত নায়িকা মেঘলা। অন্যদিকে ‘শেষ বাজি’ সিনেমায় সাইমন সাদিকের সঙ্গে রয়েছেন রাশেদ মামুন অপু, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ। 

চলতি সপ্তাহেই শেষ বাজি সিনেমার শুটিংয়ে যোগ দেবেন সাইমন। কোরবানির ঈদের পর শুরু করবেন ‘ফ্রিল্যান্সার’ সিনেমার শুটিং। এমনটাই জানান সাইমন সাদিক।

এদিকে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে সাইমন সাদিকের ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাসের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করছেন নায়িকা অপু বিশ্বাস। লাল শাড়ি সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়