ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাডলি এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নেবে না: অধরা খান

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৯ মে ২০২৩  
ব্যাডলি এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নেবে না: অধরা খান

বর্তমান সময়ের নায়িকা অধরা খান। আগামী ২ জুন মুক্তি পাচ্ছে এই নায়িকার পলিটিক্যাল থ্রিলার ‘সুলতানপুর’। 

চলচ্চিত্রে ছোট্ট এই ক্যারিয়ারে কম কাঠখড় পোড়াতে হয়নি অধরা খানকে। নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন বাস্তবতার মুখোমুখি। সোশ্যাল হ্যান্ডেলে তার পোস্টে এমনটাই লক্ষ্য করা যায়। 

অধরা খান ফেসবুকে পোস্ট দিয়েছেন: ‘এই জায়গাটা এমন এক জায়গা আপনি যতোই ধৈর্য ধরে ভদ্রতা দেখান না কেনো, যার বা যাদের জন্য এই ভদ্র আপনি, বা স্যাক্রিফাইস করছেন তারা এটাকে শূন্য পয়সার মুল্যায়নও করবে না! আপনাকে ব্যাডলি এক্সপোস করতে ১ সেকেন্ডও টাইম নিবে না। যা দরকার নেই তাও করতে হবে! সুযোগতো আপনি দিয়েছেন। এখানে ভদ্রতা মানেই সুযোগ করে দেয়া! এটাই এনাফ! টিট ফর ট্যাট। এই জায়গার জন্য সবচেয়ে বেস্ট চয়েস।’

অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমার গান এরই মধ্যে নজর কেড়েছে দর্শকের। উঠে এসেছে তার প্রতিবাদী মুখ। প্রথম গানে সাঞ্জু জনের সঙ্গে রোমান্স অধরাকে চিনিয়েছিল যেভাবে ঠিক দ্বিতীয় গানে যেন এর বিপরীত। এক প্রতিবাদী চরিত্র। ‘সুলতানপুর’-এ আরো অভিনয় করেছেন আশীষ খন্দকার, সানজু জন, ফারুক সুমন প্রমুখ।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়