ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিলাসবহুল গাড়ি কিনলেন বিপাশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৩০ মে ২০২৩  
বিলাসবহুল গাড়ি কিনলেন বিপাশা

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। ব্যক্তিগত জীবনে অভিনেতা করন সিং গ্রোভারের সঙ্গে ঘর বেঁধেছেন এই অভিনেত্রী। গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি। তারপর থেকে আনন্দে সময় কাটছে বিপাশার। এবার বিলাস বহুল একটি গাড়ি কিনলেন এই অভিনেত্রী।

বিপাশা বসু তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, নতুন একটি গাড়ি বরণ করে নিচ্ছেন। এসময় বিপাশা ও তার স্বামী ফিতা-কেক কাটেন।  

আরো পড়ুন:

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিপাশা বসু ওডি কিউ৭ মডেলের গাড়ি কিনেছেন। এ গাড়ির বর্তমান বাজার মূল্য ৯০.৬৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৭ লাখ টাকার বেশি।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের। বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়