ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছবিতে ঐশীর বিয়ে 

প্রকাশিত: ১৭:০৫, ৩ জুন ২০২৩   আপডেট: ১৭:০৭, ৩ জুন ২০২৩
ছবিতে ঐশীর বিয়ে 

চলতি বছরের ২ এপ্রিল আরেফিন জিলানীর সঙ্গে বাগদান সারেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। তখন জানিয়েছিলেন, ঈদের পর বেশ জাঁকজমক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন ঐশী-জিলানী।

শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানে একটি কনভেনশন হলে জমকালো আয়োজনে সম্পন্ন হয় ঐশীর বিয়ে। এতে কনে-বরের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের অনেক তারকা।

ঐশীর বর আরেফিন জিলানী সাকিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন। 

অন্যদিকে ঐশীও এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। তাদের দুজনের বছর দুয়েকের পরিচয় ছিল। 

ঐশী-সাকিবের বিয়েতে দেখা গেছে নন্দিত গীতিকবি কবির বকুল, নির্মাতা আশফাক নিপুণ, গায়িকা টিনা রাসেল, এলিটা করিম, রন্টি, বাঁধন সরকার পূজা, ঝিলিক, লুইপা, আয়েশা মৌসুমী, গায়ক জয় শাহরিয়ার, কৌশিক হোসেন তাপস, সাব্বির জামান, গীতিকবি-সাংবাদিক রবিউল ইসলাম জীবন, জাহিদ আকবরসহ আরও অনেককে।

বিয়ের আসরে নিজের কণ্ঠে গান করতে ভুলেনিনি ঐশী। তার সঙ্গে গেয়েছেন স্বামী সাকিবকেও। তারা দুজনে মিলে গেয়েছেন লুইপা ও পাপনের গাওয়া ‘হারিয়ে গেলাম’ শিরোনামের গানটি।

নতুন জীবনের সূচনায় শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা চেয়েছেন ঐশী। বলেছেন, ‘দোয়া করবেন সবাই আমাদের জন্যে। যেন সামনের পথ সুন্দর হয়। ভালো থাকতে পারি।’

গান ও চিকিৎসা দুই ভুবনেই মেধার সাক্ষর রেখে চলেছেন ঐশী। ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির মেকানিক’ শিরোনামে দুটি হিট গান উপহার দিয়েছেন কিছুদিন আগে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ সেরা গায়িকার পুরস্কারটি নিজের করেছেন এই তরুণী।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়