ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গর্ভে সন্তান নিয়েই আংটি বদল ইলিয়ানার!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৩ জুন ২০২৩   আপডেট: ২০:১২, ৩ জুন ২০২৩
গর্ভে সন্তান নিয়েই আংটি বদল ইলিয়ানার!

গত ১৮ এপ্রিল ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে গর্ভবতী হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তারপর থেকেই ইলিয়ানাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কটাক্ষ।

বিয়ে না করেই কীভাবে সন্তান হচ্ছে, তা নিয়ে নানান প্রশ্ন অভিনেত্রীকে। হবু বাচ্চার বাবা কে, তা জানতে চেয়েও নানারকম কটুক্তি ইলিয়ানাকে। তবে এসবে পাত্তা দেননি তিনি। বরং নিজের মতো করে মাতৃত্বকালীন সময়কেই উপভোগ করছেন।

আরো পড়ুন:

তবে এবার ফের চমক দিলেন অভিনেত্রী। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন আংটি বদলের ছবি। যেখানে দেখা গেছে, এক পুরুষের হাতে হাত দিয়ে রয়েছেন ইলিয়ানা। ইনিই কী তাহলে ইলিয়ানার হবু সন্তানের বাবা? অন্তঃসত্ত্বা অবস্থাতেই কী তাহলে বাগদান সারলেন তিনি? কে এই ইলিয়ানার সঙ্গী?- এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমার মতে এটাই রোম্যান্স...’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। একাধিকবার তার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ২০১৯ সালে দুজনের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। অ্যান্ড্রু এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও ইলিয়ানা বিচ্ছেদের খবর স্বীকার করে নেন। ২০২২ সালে গুঞ্জন রটে যে, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। সেই প্রেম নিয়ে অবশ্য মুখ খুলতে দেখা যায়নি তাকে। প্রশ্ন উঠেছে, তাহলে কি এই সন্তান ক্যাটরিনার ভাই সেবাস্টিয়ানের? তবে এ বিষয়ে এখনো কিছুই খোলাসা করেননি ইলিয়ানা।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়