ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘খাবার খেয়ে পেটে হাত বোলালাম আর খবর হয়ে গেলো আমি গর্ভবতী’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৪ জুন ২০২৩   আপডেট: ১১:৫৯, ৪ জুন ২০২৩
‘খাবার খেয়ে পেটে হাত বোলালাম আর খবর হয়ে গেলো আমি গর্ভবতী’

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন মুখ খুললেন কারিশমা তান্না।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে কারিশমা তান্না বলেন— ‘আমি খাবার খেয়ে পেটে হাত বোলালাম আর খবর হয়ে গেলো আমি গর্ভবতী। আমি তো অবাক, একটু তো বুঝুন আমাদেরও জীবন রয়েছে।’

আরো পড়ুন:

কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে স্বামী বরুণের সঙ্গে দেখা যায় কারিশমা তান্নাকে। কারিশমা তখন নিজের পেটে আলতোভাবে হাত বোলাচ্ছিলেন। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা, যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরই গুঞ্জন উঠে কারিশমা অন্তঃসত্ত্বা।

২০১৪ সালে বিগ বসের ঘরে অভিনেতা উপেন প্যাটেলের সঙ্গে সম্পর্কে জড়ান কারিশমা কাপুর। ২০১৬ সালে ভেঙে যায় এই সম্পর্ক। ২০২১ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে সম্পর্কে জড়ান। একই বছর বাগদান সাড়েন তারা। ২০২২ সালের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়