ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরেণ্য অভিনেত্রী সুলোচনা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ৫ জুন ২০২৩   আপডেট: ১০:১৪, ৫ জুন ২০২৩
বরেণ্য অভিনেত্রী সুলোচনা মারা গেছেন

বলিউডের বরেণ্য অভিনেত্রী সুলোচনা লাতকর মারা গেছেন। রোববার (৪ জুন) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

সুলোচনার কন্যা কাঞ্চন বলেন, ‘মা শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।’

আরো পড়ুন:

১৯২৮ সালে জন্মগ্রহণ করেন সুলোচনা। ১৯৪৬ সালে মারাঠি সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রায় ৫০টি মারাঠি সিনেমায় কাজ করেছেন। তারপর হিন্দি সিনেমা জগতে পা রাখেন। লম্বা সময় ধরে দর্শক তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো তারকাদের পর্দার মায়ের পরিচয়ে। অভিনয় ক্যারিয়ারে প্রায় ২৫০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন সুলোচনা। মহারাষ্ট্র ভূষণ পুরস্কারও পেয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তার প্রয়াণে শোকের ছায়া নেমেছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়