পরশু লাবণ্য-বরুণের বাগদান!
ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি। এ জুটির প্রেম-বিয়ে নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে। এবার জানা গেলো, কয়েক দিন পরই বাগদান সম্পন্ন করবেন এই যুগল। একটি সূত্র এসব তথ্য ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমটিকে সূত্রটি বলেন— ‘আগামী ৯ জুন বরুণ তেজ ও লাবণ্যর বাগদান অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। এদিন বিকালে বরুণের বাড়িতে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন হবে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।’
বরুণ-লাবণ্য বর্তমানে ইউরোপে রয়েছেন। সেখানে তারা কেনাকাটার জন্য গিয়েছেন। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে ইউরোপে রয়েছেন বরুণ-লাবণ্য। এরই মধ্যে তারা কেনাকাটাও শেষ করেছেন। বাগদান অনুষ্ঠানে পরার জন্য পোশাক ও আংটি ইতালি থেকে কিনেছেন। বুদাপেস্ট ও ইতালিতে অবসর কাটানোর ছবি বরুণ তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জানতে পেরেছি, লাবণ্যও বরুণের সঙ্গে রয়েছেন।’
বরুণ তেজ কিংবা লাবণ্য তাদের প্রেম-বিয়ে নিয়ে কোনো ঘোষণা দেননি। তবে চলতি বছরের শুরুতে বরুণের বাবা নাগা বাবু বলেছিলেন, ‘খুব শিগগির বরুণ তেজের বিয়ে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বরুণ নিজেই দেবে।’ তবে বরুণের হবু স্ত্রী কে সে বিষয়ে কোনো তথ্য জানানি তিনি। তার ভাষায়, ‘কনের বিষয়ে আমি কিছু বলতে পারব না। সবকিছুই বরুণ নিজে বলবে।’
বিয়ের পর বরুণ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়িতে থাকবে। তা জানিয়ে নাগা বাবু বলেছিলেন, ‘আমি আমার সন্তানদের প্রাইভেসির বিষয়টি গুরুত্ব দিয়ে থাকি। এজন্য আলাদা বাড়িতে থাকবে বরুণ।’
গত বছর জোর গুঞ্জন উঠেছিল, দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা লাবণ্য ত্রিপাঠির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বরুণ। শুধু তাই নয়, তারা লিভ-ইন করছেন। খুব শিগগির এই লাবণ্যর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বরুণ তেজ।
বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েকটি সিনেমায় জুটি বেঁধেও অভিনয় করেছেন তারা। ২০১৭ সালে ‘মিস্টার’ সিনেমার শুটিং সেটে তাদের প্রথম পরিচয়। পরবর্তীতে সম্পর্কে জড়ান বরুণ-লাবণ্য।
ঢাকা/শান্ত