ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীকে নিয়ে পাল্টা স্ট্যাটাস দিলেন দীপন

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৭ জুন ২০২৩   আপডেট: ১৯:৪৫, ৭ জুন ২০২৩
পরীকে নিয়ে পাল্টা স্ট্যাটাস দিলেন দীপন

পরী-রাজের সংসার জীবনের টানাপোড়েন এখন আর কারো অজানা নয়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ভাঙনের সুর। সম্প্রতি রাজের ফেসবুক আইডি থেকে কয়েকজন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ্যে আসে। এ নিয়ে দ্বন্দ্বে জড়ান পরী-সুনেরাহ-রাজ। শুরু হয় রাজ-পরীর বাকযুদ্ধ। 

বিষয়টি নিয়ে চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপনের দেয়া এক ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে পরীমণি এই নির্মাতাকে উদ্দেশ্য করে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন। এবার পাল্টা স্ট্যাটাস দিলেন দীপঙ্কর দীপন।  

দীপন লিখেছেন: ‘পরী, জীবন আসলেই খুব দামী, খুব আদরের। তাই তাকে মুক্তোর মত খোলসে ঢেকে রাখতে হয়, গোপন রাখতে হয়, যত্নে আগলে রাখতে হয়। আমাদের সবার জীবনে সমস্যা আছে- বড় বড় সমস্যা আছে- সেগুলোকে মুক্তোর মত খোলসে ঢেকে রাখাই জীবনের সৌন্দর্য। জীবনটাকে খোলা খাতা করে ফেলবে- অনেকের সেখানে পড়বে, লিখবে কিন্তু বৃষ্টি এলে সেই খাতা বুকে আগলে বাঁচানোর কেউ থাকবে না। আর একটি বিষয় কি জানো? সামগ্রিক বিচারে ব্যক্তিগত জীবন আসলেই তুচ্ছ। আজ আমি হুট করে মরে গেলে কিছুই থেমে থাকবে না। এমনকি পৃথিবীটা বামন গ্রহ হয়ে গেলে কেপলার ৪০২বি এর কিছু যাবে আসবে না। আর সিনেমাটা আমাদের কাছে ব্রহ্মাণ্ড- তাই না?’ 

‘ফোন করার কথা বলেছ, আমাকে দাদা মানো, সেটা তুমি আমাকে করলে আমিও তোমাকে বোঝাতে পারতাম- সুনেরাহ আসলে এর আগে পিছে কোথাও নেই। সত্যি নেই। আমি সুনেরাহকে কাছ থেকে দেখেছি- She is a lonely princess .. a good human being with a big heart. অনেকটা তোমার মতই। আর রাজ সত্যিকারের একজন ভালো অভিনেতা।’

‘তুমি পাবলিকলি বলেছ, তাই উত্তরটা পাবলিককি দিতে হচ্ছে। যদিও আমার স্ট্যাটাস শুধু তোমাকে উদ্দেশ্য করে ছিল না। আমি অনেককে বলেছি, সাংবাদিক ও পত্রিকার মালিকদের বলেছি, দর্শকদেরও বলেছি, আশ্চর্যজনকভাবে বাংলা সিনেমা উত্থান হচ্ছে এই সময়। এই বিনির্মানের সময়ে পজেটিভিটি আর সুস্থ প্রতিযোগিতা পারে আমাদের মোটিভেশন ধরে রাখতে। তুমি তো জানো কত কষ্ট করে আমাদের কাজ করতে হয়। প্রায়শই মানসিকভাবে ক্লান্ত হয়ে যাই। তখন নেগেটিভিটিটা আর নিতে পারি না।’

‘পরী আমি তোমাকে ব্যক্তিগতভাবে চিনি। অভাবনীয় সম্ভাবনা তোমার মধ্যে। একটা কথা বলি- যদি করতে পারো ম্যাজিকের মতো সব বদলে যাবে। শুধু ক্ষমা করে দেয়াটা চর্চা কর। আর কিচ্ছু লাগবে না তোমার। …জ্ঞান দিচ্ছি ভেব না। নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। ঈশ্বর তোমাকে যে অমিত সম্ভাবনা দিয়ে পাঠিয়েছে খুব কম মানুষের ভাগ্যে তা জোটে। সেই পরীর অপেক্ষায় থাকবো।’ 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়