ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনার কবলে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা-অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৮ জুন ২০২৩   আপডেট: ১৮:৪৫, ৮ জুন ২০২৩
সড়ক দুর্ঘটনার কবলে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা-অভিনেতা

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি ও অভিনেতা জিয়াউল হক পলাশ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার কথা জানিয়ে কাজল আরেফিন অমি বলেন, ‘ঈদুল আজহার জন্য একটি টেলিফিল্ম নির্মাণ করছি। টাঙ্গাইলে এর শুটিং করছি। আজকে সকালে শুটিংয়ের জন্য যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে আমাদের বহনকারী গাড়িটি।’

আরো পড়ুন:

ঘটনার বর্ণনা দিয়ে কাজল আরেফিন অমি বলেন, ‘আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে অপর পাশ থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। এসময় গাড়িতে আমি, জিয়াউল হক পলাশসহ আরো কয়েকজন ছিলাম। আল্লাহর রহমতে কেউই আহত বা কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ আছি। তবে আমাদের গাড়িটার ক্ষতি হয়েছে, এক পাশ দুমড়ে-মুচড়ে গেছে।’

যাত্রা পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেও শুটিং বন্ধ রাখেননি অমি। এখন টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ করছেন বলেও জানিয়েছেন এই নির্মাতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়