ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণার বিয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৯ জুন ২০২৩  
বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণার বিয়ে

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড নির্মাতা-অভিনেতা বিক্রম ভাটের কন্যা কৃষ্ণা ভাট। তার হবু বরের নাম বেদান্ত। আগামী ১১ জুন সাতপাকে বাঁধা পড়বেন এই প্রেমিক জুটি। টাইমস অব ইন্ডিয়াকে এসব তথ্য নিশ্চিত করেছেন কৃষ্ণা।

কৃষ্ণা ভাট বলেন, ‘আমরা জুনে বিয়ে করছি। আবার নির্মিত ‘১৯২০: হররস অব দ্য হার্ট’ সিনেমা এই জুনেই মুক্তি পাবে। বাবা বলেছেন, একসঙ্গে দুটো বিয়ে। একটি আমার ভালোবাসার মানুষের সঙ্গে, অন্যটি দর্শকের সঙ্গে।’

আরো পড়ুন:

হবু বরের প্রশংসা করতে গিয়ে কৃষ্ণা ভাট বলেন, ‘বেদান্তের কাছে একটা ভ্রমণের ইঞ্জিন আছে। এর চেয়ে দ্রুত ছুটি কাটানোর পরিকল্পনা করে ফেলা অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয়। বেদান্ত আর ওর ভাই বরুণ মিলে একটি সংস্থা চালায়। ২০১৪ সাল শুরু করে এটি। এখন ওদের বেশ নামডাক হয়েছে।’

মুম্বাইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে ভেন্যু জানাতে নারাজ কৃষ্ণা। তবে সব রীতি মেনেই হবে তাদের বিয়ে। কৃষ্ণা বলেন, ‘আমি ঐতিহ্য মেনে সাবেক রীতিতে বিয়ে করার পক্ষে। সাবেকি সব কিছু আমার ভালো লাগে।’

এক বছর প্রেম করে বিয়ে করতে যাচ্ছেন কৃষ্ণা। তা জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমরা এক বছর ধরে সম্পর্কে রয়েছি। যখন আমাদের প্রথম দেখা হয়, তখন একপেশে ভালোবাসা ছিল। আমরা বুঝতে পেরেছিলাম শেষ পর্যন্ত একসঙ্গেই থাকব। ঠিক এক বছরের মাথায় আমরা বিয়ের প্রস্তুতি নিলাম। আমরা প্রেমের জন্মদিনেই বিয়ে করব।’

গত ডিসেম্বরে মেয়ে কৃষ্ণার বাগদানের কথা সোশ্যাল মিডিয়ায় জানান বিক্রম ভাট। তার প্রায় ৬ মাস পর চারহাত এক হতে যাচ্ছে কৃষ্ণা ও বেদান্তের।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়