ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লস অ্যাঞ্জেলেসের আনন্দমেলায় একঝাঁক তারকা

প্রকাশিত: ১৮:৪৪, ১০ জুন ২০২৩   আপডেট: ১৯:০৬, ১০ জুন ২০২৩
লস অ্যাঞ্জেলেসের আনন্দমেলায় একঝাঁক তারকা

প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে তারার মেলা। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার বাঙালির সমাবেশ ঘটে।

প্রতিবারই এতে অংশ নেন বাংলাদেশের একঝাঁক তারকাশিল্পী। প্রবাসীদের নেচে গেয়ে মাতিয়ে আসেন তারা। এবারও  হচ্ছে এই আয়োজন। আগামী ১৭ ও ১৮ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের ‘আনন্দমেলা’।

বাংলাদেশ থেকে এতে অংশ নিচ্ছেন মোশাররফ করিম, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, রোবেনা রেজা জুঁই, ফারিয়া শাহরীন, মন্দিরা, গায়ক প্রতিক হাসান, স্বপ্নীল সজিব ও ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহাসহ একঝাঁক তারকাশিল্পী।

আনন্দমেলা আয়োজন কমিটির পক্ষে মুহাম্মদ আলী এই শিল্পীদের যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। এরই মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে পৌছেছেন বলেও জানিছেন তিনি। আগামীকাল ১১ জুন গৌতম সাহাসহ অনেকেই ঢাকা ছাড়বেন বলে জানা যায়। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নীল হুরে জাহান।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়