ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্দায় নিরবের সঙ্গে তাসকিনের টেক্কা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১০ জুন ২০২৩   আপডেট: ১৯:০২, ১০ জুন ২০২৩

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাসিনো’তে জুটি বেঁধে অভিনয় করেন নিরব ও শবনম বুবলী। জুয়া, অপরাধ দুনিয়ার ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে।  

টিজারে কখনো আবেদনময়ী, কখনো রহস্যময়ী এক বুবলীকে দেখা গেছে। এক মিনিটের টিজারের শেষ অংশে তার চোখ টিপে দেয়া দর্শককে ধাঁধায় ফেলে দিয়েছে। অন্যদিকে পুলিশ কর্মকর্তা নিরবের সঙ্গে টেক্কা দিতে দেখা গেছে তাসকিন রহমানকে।

সিনেমার গল্প-চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এতে আরো অভিনয় করেছেন দোয়েল ম্যাশ, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত সিনেমাটি পরিবেশন করবে জাজ মাল্টিমিডিয়া।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়