ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

দ্বীপরাষ্ট্রে শুরু হবে ‘বাজিরাও সিংহম’-এর গর্জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২৭ জুলাই ২০২৩   আপডেট: ১১:০৫, ২৭ জুলাই ২০২৩
দ্বীপরাষ্ট্রে শুরু হবে ‘বাজিরাও সিংহম’-এর গর্জন

বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়।

দীর্ঘ দিন ধরে গুঞ্জন উড়ছিল, এ ফ্যাঞ্চাইজির নতুন পার্ট আসছে। কিন্তু তারপর কেটে গেছে প্রায় এক দশক। গত বছরের শেষ লগ্নে জানা যায়, অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পার্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন অজয়-রোহিত। এবার শুটিং শুরু হতে যাচ্ছে সিনেমাটির।

পিংকভিলা জানিয়েছে, ‘সিংহম এগেন’ সিনেমা নিয়ে বড় পরিকল্পনা করেছেন পরিচালক রোহিত শেঠি। গত কয়েক মাসে বেশ কজন বড় বড় অভিনেতা সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সর্বশেষ যুক্ত হয়েছেন টাইগার শ্রফ। আগামী অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতারা। সিনেমাটির প্রথম শিডিউলের দৃশ্যধারণের কাজ হবে দ্বীপরাষ্ট্র মরিশাসে।

মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে রোহিত শেঠি

সম্প্রতি মরিশাসে গিয়েছিলেন রোহিত শেঠি। সেখানে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগানাথের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মরিশাসে ‘সিংহম এগেন’ সিনেমার শুটিংয়ের পরিকল্পনা নিয়ে এসময় আলোচনা করেন এই নির্মাতা। প্রধানমন্ত্রী প্রভিন্দ জুগানাথ শুটিং নিয়ে দারুণ আগ্রহ দেখিয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। গত ৩০ মার্চ ভারতের ৪ হাজারের অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়