ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যেসব খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা’

প্রকাশিত: ১৮:২৫, ৩০ জুলাই ২০২৩   আপডেট: ১৮:২৬, ৩০ জুলাই ২০২৩
‘যেসব খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা’

চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি বছরের ২৮ মার্চ মা হন। এরই মধ্যে খবর রটে, ফের মা হতে যাচ্ছেন এই নায়িকা। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাহি ও তার স্বামী রকিব সরকার। 

কিছুদিন আগে মাহি ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।’

আরো পড়ুন:

এমন পোস্ট ঘিরে অনেকে ধরেই নিয়েছেন, আবার সন্তানের মা হতে যাচ্ছেন মাহি। এ বিষয়ে মাহির স্বামী রকিব সরকারের কাছে জানতে চাইলে সরাসরি বিষয়টি নাকচ করে দেন। তিনি বলেন, এটা সত্য নয়। যেসব খবর ছড়িয়েছে তা সস্পূর্ণ মিথ্যা।

এ নিয়ে মাহি বলেন, আমি মা হতে যাচ্ছি না। যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা। মা হবার খবর থাকলে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম।

তাহলে ফেসবুকে ওই স্ট্যাটাসের অর্থ কী? এই প্রশ্নের উত্তরে মাহি বলেন, ‘আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি।আমি তুমি আর আমাদের ২ টা ফুল- এটা আমার ইচ্ছা। আমাদের আরেকটা সন্তান এলে বেশ ভালো হতো, এমন আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছি।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়