ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রণবীর-আলিয়ার সিনেমার আয় আড়াইশ কোটি ছাড়িয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৮ আগস্ট ২০২৩   আপডেট: ১২:১৭, ৮ আগস্ট ২০২৩
রণবীর-আলিয়ার সিনেমার আয় আড়াইশ কোটি ছাড়িয়ে

দীর্ঘ দিন পর পরিচালকের চেয়ারে বসেছেন বলিউড নির্মাতা করন জোহর। তার নতুন সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। গত ২৮ জুলাই ভারতের ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় আড়াইশ কোটি টাকা ছাড়িয়েছে।

সোমবার (৭ আগস্ট) রাতে করন জোহর তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার বিভিন্ন ক্লিপ দিয়ে ভিডিওটি তৈরি করা। এ ভিডিওতে এ নির্মাতা জানান, ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাটি বিশ্বব্যাপী ২১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭৬ কোটি ৯৩ লাখ টাকার বেশি) আয় করেছে। বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। ভিডিওর ক্যাপশনে করন জোহর লিখেছেন— ‘প্রত্যেককে ধন্যবাদ।’

আরো পড়ুন:

এর আগে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ১৬০ কোটি রুপি সিনেমাটির প্রোডাকশন বাবদ খরচ হয়েছে। প্রিন্ট অ্যান্ড পাবলিসিটি বাবদ খরচ হয়েছে আরো ১৮ কোটি রুপি। মোট খরচ ১৭৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৫ কোটি ৬৬ লাখ টাকার বেশি)। সিনেমাটি মুক্তির আগেই ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিকের স্বত্ব বিক্রি হয়েছে ১৬০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি ৮৩ লাখ টাকার বেশি)। যা মোট খরচের ৯০ শতাংশ।

এ সিনেমার গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প।

সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়