ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৪ আগস্ট ২০২৩   আপডেট: ১৯:৩২, ১৪ আগস্ট ২০২৩
আহত সঞ্জয় দত্ত

শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। থাইল্যান্ডের ব্যাংককে ‘ডাবল ইস্মাট’ সিনেমার শুটিং চলছে, সেখানে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেতা।

একটি সূত্র পিংকভিলাকে বলেন— ‘বড় একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। এ সিক্যুয়েন্সে তলোয়ার নিয়ে লড়াই করার একটি দৃশ্যের শুটিং করার সময়ে আহত হন সঞ্জয় দত্ত। এ অভিনেতার মাথায় একাধিক সেলাই পড়েছে। কিন্তু সঞ্জয় দত্ত এতটাই পেশাদার একজন অভিনেতা যে, তিনি কিছুক্ষণ পরই শুটিংয়ে ফিরেন।’

আরো পড়ুন:

তেলেগু ভাষার ‘ইস্মাট শংকর’ সিনেমা ২০১৯ সালে মুক্তি পায়। এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছিল। ‘ইস্মাট শংকর’ সিনেমার সিক্যুয়েল ‘ডাবল ইস্মাট’। এটি নির্মাণ করছেন পুরী জগন্নাথ। সায়েন্স ফিকশন-অ্যাকশন ঘরানার এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন— সঞ্জয় দত্ত ও রাম পুথিনেনি। ২০২৪ সালে এটি মুক্তির কথা রয়েছে।

সঞ্জয় দত্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শমশেরা’। গত বছর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘জওয়ান’, ‘বাপ’, ‘লিও’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়