ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তা দেব চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘কাঠগোলাপ’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২৩  
শান্তা দেব চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘কাঠগোলাপ’

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর ‘কাঠগোলাপ’ সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে সিনেমাটি ‘বেস্ট ডেব্যু ফিচার ফিল্ম’ হিসেবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জয় করেছে। 

সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ সিনেমাটি ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়। 

সিনেমাটির প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন—চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা এবং দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন একে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এটি। 

এর আগে ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়