ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্ড সই করার সময় হাতটা কেঁপে ওঠে: তিশা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৩:৩১, ২০ সেপ্টেম্বর ২০২৩
বন্ড সই করার সময় হাতটা কেঁপে ওঠে: তিশা

অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে তিশার মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হবে।

অস্ত্রোপচারের তথ্য জানিয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘গত বছরের ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস সার্জারি হয়েছিল। এক বছর যেতে না যেতেই আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (নী-রিপ্লেসমেন্ট)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’

আরো পড়ুন:

স্মৃতিচারণ করে নুসরাত ইমরোজ তিশা বলেন ‘‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো’। আর আমরা হাসিমুখে বলি, ‘আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা’।’’

সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমীন!’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়