ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ দিন ধরে শয্যাশায়ী জিনাত আমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৩
১০ দিন ধরে শয্যাশায়ী জিনাত আমান

বলিউড অভিনেত্রী জিনাত আমান। ১৯৭০ সালে বলিউডে অভিষেক হয় তার। সত্তর-আশির দশকে তার আবেদনময়ী উপস্থিতি রুপালি পর্দায় ঝড় তুলেছিল। দীর্ঘ ক্যারিয়ারে অনেকগুলো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

বয়স বাড়ায় দীর্ঘদিন ধরে রুপালি পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে ব্যক্তিগত একাধিক ঝড়ঝাপটা পেরিয়ে ৭১ বছর বয়সে নতুন করে পেশাদার জীবন শুরু করেছেন তিনি। সম্প্রতি বেশ কিছু ম্যাগাজিন ও বিজ্ঞাপনের শুটিং করেছেন। চলচ্চিত্রেও কামব্যাক করার ইচ্ছে রয়েছে তার। 

আরো পড়ুন:

এছাড়াও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ভক্তদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন জিনাত আমান। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের পুরোনো দিনের স্মৃতিসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য ভক্তদের কাছে নিয়মিত তুলে ধরেন। তবে গত ১০ দিন ধরে ভাইরাল জ্বরে বিছানায় শয্যাশায়ী ছিলেন তিনি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানান জিনাত আমান। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভয়ানক ফ্লুতে আক্রান্ত হয়ে গত ১০ দিন শয্যাশায়ী ছিলাম। তবে এখন পুরো সপ্তাহটা শুটিং নিয়ে ব্যস্ত থাকবো।’

১৯৭০ সালে মিস এশিয়া প্যাসিফিকের খেতাব জিতেন জিনাত আমান। একই বছর বলিউডে পা রাখেন তিনি। চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে পা রাখেন। সমকালীন ঘটনা কিংবা নিজের ভাবনার কথা প্রকাশ করতে এ মাধ্যম ব্যবহার করছেন জিনাত। ইনস্টাগ্রামে তাকে এখন প্রায় সাড়ে ৪ লাখ মানুষ অনুসরণ করেন।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়