ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুপ্তর টার্গেট চলচ্চিত্র

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
সুপ্তর টার্গেট চলচ্চিত্র

মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করলেও এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন সবুজ আশরাফ সুপ্ত। এরই মধ্যে নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে জানান দিয়েছেন। কাজ করেছেন বেশকিছু আলোচিত মিউজিক ভিডিওতে। তবে তার টার্গেট চলচ্চিত্র। 

সম্প্রতি সুপ্ত শেষ করেছেন ‘শালী নাম্বার ওয়ান’, ‘জলে ভাসা সাবান’, ‘আক্কেল ছাড়া’, ‘ডিভোর্স টু’, ‘দেবর ভাবির প্রেম’ ও ‘রোমিও দা বডিগার্ড’ প্রভৃতি নাটকের কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কলিজাতে দাগ লেগেছে’।

আরো পড়ুন:

চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চান জানিয়ে সুপ্ত বলেন, ‘আমার শুরুটা মডেলিং দিয়ে। এরপর কাজ করি নাটকে। একটি সিনেমায় কাজের সুযোগ হয়েছে। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। শুরু থেকেই সিনেমার প্রতি তুমুল আগ্রহ। মনেপ্রাণে সিনেমায় অভিনয় করার স্বপ্ন।তবে নাটকের জন্যও আলাদা একটা টান আছে। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন গল্পে নিজেকে নতুন-নতুন সব চরিত্রে উপস্থাপন করছি।’

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়