রোমান্স করতে ইতালি উড়ে যাবেন হৃতিক-দীপিকা!
সিদ্ধার্থ আনন্দর পরবর্তী সিনেমা ‘ফাইটার’। অ্যাকশন ঘরানার এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। পুরোদমে চলছে দৃশ্যধারণের কাজ। সিনেমাটির আইটেম গানের শুটিং করতে ইতালি যাচ্ছেন হৃতিক-দীপিকা।
পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন— ‘‘আগামী সপ্তাহে আইটেম গানের মাধ্যমে ইতালি শিডিউলের শুটিং শুরু হবে। এতে অংশ নেবেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। জাঁকজমকপূর্ণ এ গান রচনা করেছেন বিশাল ও শেখর। গানটি মুক্তি পেলেই ‘টক অব দ্য টাউনে’ পরিণত হবে।’’
গানটির কোরিওগ্রাফি করছেন বোস্কো এবং সিজার। রোমান্টিক একটি গানে পুনরায় পারফর্ম করবেন হৃতিক-দীপিকা। পাঁচদিন গানটির দৃশ্যধারণের কাজ হবে। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, ‘ইতালির বিভিন্ন লোকেশনে রোমান্টিক এই আইটেম গানের শুটিং করবেন নির্মাতারা। কারণ পরিচালক চাচ্ছেন দীপিকা-হৃতিকের রসায়ন সঠিকভাবে প্রদর্শন করতে। গানটির নিজস্ব ভাইব এবং স্বাদ রয়েছে। আর গানটিতে এ জুটি তাদের সেরাটা দিয়ে পারফর্ম করবেন।’
ইতালি শিডিউলে মোট দুটো গানের শুটিং হবে। সেখানে ১৫ দিন অবস্থান করবে ‘ফাইটার’ টিম।
বড় বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত