ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নুশিন আদিবার নতুন গান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৪৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩
নুশিন আদিবার নতুন গান

মুক্তি পেতে যাচ্ছে নুশিন আদিবার নতুন একক মৌলিক গান। ‘হাই বেবি’ শিরোনামের গানটির কথা লিখেছেন শাহীনুর মাসুদ। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ‘শাহীনুর মাসুদ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। 

আরো পড়ুন:

নতুন গান প্রকাশের অনুভূতি জানিয়ে নুশিন আদিবা বলেন, ‘আমি প্রচন্ড উচ্ছ্বসিত। গানটি মেলো-রক ধাঁচের। আর এই ধরনের গান আমি আগে কখনো গাইবার চেষ্টা করিনি। প্রথমে খানিকটা দোটানায় পড়লেও শাহরিয়ার রাফাত ভাই আমাকে বলেছিলেন, তুই পারবি, চেষ্টা করেই দেখ। উনার দেওয়া সাহসের ফলই এই কাজ।’

শাহরিয়ার রাফাতের সঙ্গে আরো একটি ওয়েব সিরিজের গানের কাজ করেছেন নুশিন। এ গানও দ্রুত মুক্তি পাবে বলে জানিয়েছেন এই শিল্পী।

ব্রাহ্মনবাড়িয়ার মেয়ে নুশিন আদিবা ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’-এর ফাইনালিস্ট ছিলেন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত এই শিল্পী পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়