ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পান্থ আফজালের সেলিব্রিটি শোয়ের এক বছর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৩
পান্থ আফজালের সেলিব্রিটি শোয়ের এক বছর

পান্থ আফজালের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কাম টু দ্য পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’ এক বছর পূর্ণ করেছে। গত এক বছর ধরে শোবিজ জগতের প্রায় অর্ধশতাধিক তারকার সঙ্গে আড্ডা দিয়েছেন তিনি।

ডাঙ্গুলী এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই তারকা আড্ডা শোতে অতিথি হিসেবে এসেছেন তৌকির আহমেদ, আজমেরী বাঁধন, প্রিন্স মাহমুদ, রায়হান রাফি, তমা মির্জা, দিঘী, সিয়াম আহমেদ, সজল, বাপ্পী চৌধুরী, পূজা চেরী, সুনেরাহ বিনতে কামাল, চয়নিকা চৌধুরী, আরশ খান, সোহেল মন্ডল, সিদ্দিক, জাকিয়া বারী মম, ইমন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, আদর আজাদ, চাষী আলম, শরাফ আহমেদ জীবন, ফারজানা ছবি, দিলরুবা রুহি, হৃদি হক, জুয়েল জহুর, কেয়াসহ প্রায় অর্ধশত তারকামুখ।

এই প্রসঙ্গে পান্থ আফজাল বলেন, ‘আজ থেকে এক বছর আগে এই শো শুরু করেছিলাম। ডাংগুলি এন্টারটেইনমেন্টের পরিচালক সোহাগ মাসুদ আমাকে একটি নতুন ধারার অনুষ্ঠান করতে একদিন তার অফিসে ডাকেন। সঙ্গে ছিলেন ডাংগুলির হাসান রেজা শ্যামল। এরপর এই অনুষ্ঠানটি ‘কাম টু দ্য পয়েন্ট উয়িথ পান্থ আফজাল’ নামে ডিজিটাল প্ল্যাটফর্মে শুরু করি। অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, তারকারা এ আড্ডায় বসে তাদের মিডিয়ায় পদার্পণের গল্প, সাম্প্রতিক কাজ ও ইস্যু, জীবনবোধ, সামনের কাজের পরিকল্পনা ও ভাবনাগুলো খোলামনে প্রকাশ করতে পারেন। তাই শোগুলো হয়ে উঠেছে ভিন্ন কিছু।’

এদিকে একই প্ল্যাটফর্মে পান্থ আফজাল নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নিয়ে ‘প্রেক্ষাগৃহ’ নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এর আগে ডিজিটাল মিডিয়া ও টিভিতে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনাতেও দেখা গেছে তাকে।

বিনোদন সাংবাদিক পান্থ আফজালের উপস্থাপনার ক্যারিয়ার প্রায় ৬ বছর। তিনি শুধু সাংবাদিকতায় সীমাবদ্ধ নন। তিনি একাধারে একজন কবি, লেখক, ক্রিয়েটিভ কপিরাইটার, উদ্যোক্তা, সংগীতশিল্পী এবং সাংস্কৃতিক কর্মী। ২০১৯ সালের বইমেলায় ৫১ জন সাংস্কৃতিক কর্মীর সঙ্গে একান্ত আড্ডা নিয়ে প্রকাশিত হয় পান্থ আফজালের লেখা ‘তারার মুখে তারার গল্প’। এছাড়াও তিনি যুক্ত রয়েছেন ‘বাতিঘর’ থিয়েটার এবং আবৃত্তি সংগঠন ‘মুক্তধারা আবৃত্তিচর্চা কেন্দ্র’র সঙ্গে। আবৃত্তির প্রতি অনুরাগের কারণে নিজ জেলা রাজবাড়ীতে শিশুদের জন্যে প্রতিষ্ঠা করেছেন ‘আবৃত্তি সং’।
 

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়