ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘৩টি বিষয় জীবন থেকে ত্যাগ করলে আপনি পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩
‘৩টি বিষয় জীবন থেকে ত্যাগ করলে আপনি পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ’

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বিতর্কিত পরিচালক রাম গোপাল ভার্মা। ১৯৮৯ সালে তেলেগু ভাষার ‘শিবা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর ‘সত্য’, ‘রঙ্গীলা’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন।

সিনেমার বাইরে ‘লাগামহীন’ বক্তব্য দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন রাম গোপাল ভার্মা। ইদানীং সিনেমার বিষয়বস্তু নিয়েও প্রায়ই সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকের মতে— রাম গোপাল ভার্মা এখন ‘সফট পর্নো’ নির্মাণ করছেন। সম্প্রতি গালাটা প্লাস-কে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে মুখ খুলেছেন এই নির্মাতা।

আরো পড়ুন:

ব্যক্তি জীবনের স্বাধীনতা নিয়ে উপলদ্ধির কথা জানিয়ে রাম গোপাল ভার্মা বলেন, ‘পরিবার, ঈশ্বর এবং সামাজিক স্বীকৃতি— এই ৩টি বিষয় আপনি যদি জীবন থেকে ত্যাগ করতে পারেন, তবে আপনি পৃথিবীর সবচেয়ে স্বাধীন মানুষ; তাহলে আপনি যা চান তাই করতে পারবেন।’

রাম গোপাল ভার্মা তার সিনেমার মাধ্যমে মানুষকে উস্কানি দিতে চান, বিরক্ত করতে চান। তিনি মনে করেন প্রত্যেকে তার মতো স্বাধীন হতে চায়। এসব উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘তারা যদি মনে করে আমি বিকৃত মানুষ, তাহলে আমি ওকে। তারা যদি মনে করে আমি উদ্ভট মানুষ, তাহলেও আমি ওকে।’

রাম গোপাল ভার্মার সিনেমার বিষয়বস্তুকে যারা ‘সফট পর্নো’ বলছেন তাদের উদ্দেশ্যে এই নির্মাতা বলেন, ‘‘আমার সিনেমাকে ‘সফট পর্নো’ বলায় আমার কোনো সমস্যা নেই। নারীদের নিয়ে আমি যেভাবে বলি, সিনেমায় পা রাখার আগে কলেজ জীবনেও এটা বলেছি। আমি এমনটাই ছিলাম। এখন আমি নিজেকে প্রকাশ করার সুযোগ পেয়েছি। তারা ভাবছে, এখন আমি এমনটা হয়েছি। আমি বুঝতে পারছি তারা কেন এমনটা ভাবছে। আমি এখন আমার জীবন পার করছি।’’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়