ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এক অভিনেতার ঠোঁট আমার ঠোঁটে লাগায় বমি আসছিল’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৮:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩
‘এক অভিনেতার ঠোঁট আমার ঠোঁটে লাগায় বমি আসছিল’

নব্বই দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। অক্ষয় কুমারের সঙ্গে ‘বারুদ’ সিনেমায় খুব স্বল্প সময়ের একটি চুম্বন দৃশ্যে দেখা গেছে তাকে। নাগার্জুনার সঙ্গে আরেকটি সিনেমায় চুম্বন দৃশ্যে দেখা যায় এই অভিনেত্রীকে।

তবে একবার তার ঠোঁটে এক অভিনেতার ঠোঁট স্পর্শ করায় দারুণ অস্বস্তিতে পড়েছিলেন রাভিনা। এজন্য বমি আসছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

আরো পড়ুন:

লেহরেন রেট্রো-কে দেওয়া সাক্ষাৎকারে ঘটনার বর্ণনা দিয়ে রাভিনা বলেন— ‘এক অভিনেতার সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করছিলাম। অপ্রত্যাশিতভাবে তার ঠোঁট আমার ঠোঁটে লেগেছিল। যদিও দৃশ্যটিতে তা প্রয়োজন ছিল না। আমার বমি আসছিল, তারপর আমি আমার রুমে চলে যাই। কারণ আমি অস্বস্তি বোধ করছিলাম; এটি মেনে নিতে পারছিলাম না।’

এরপর ওই অভিনেতাকে শতবার দাঁত ব্রাশ করার পরামর্শ দেন রাভিনা। পরে ওই অভিনেতা রাভিনার কাছে ক্ষমা চেয়ে নেন।

নব্বই দশকে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র উপহার দেন রাভিনা। যার মধ্যে রয়েছে ‘দিলওয়ালে’ (১৯৯৪), ‘মোহরা’ (১৯৯৪), ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ (১৯৯৬), ‘জিদ্দি’ (১৯৯৭) প্রভৃতি।

 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়