ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল সং

প্রকাশিত: ১৪:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩  
আনন্দের কথায় ‘ভাইরাল ফ্যামিলি’র টাইটেল সং

নাট্য নির্মাতা নিকুল কুমার মন্ডল প্রথমবারের মতো নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ‘ভাইরাল ফ্যামিলি’।

‘চারদিক অস্থির কেউ নাই স্থির, বেপরোয়া জীবন চলে না ধীর, মানুষ আর মানুষ নাই হয়ে গেছে যন্ত্র, বোঝে না জীবনের মূলমন্ত্র, এই হলো আমাদের আধুনিক কাল, সবাই শুধু হতে চায় ভাইরাল…।’ -এমন কথায় সাজানো হয়েছে নাটকটির টাইটেল সং। এটি লিখেছেন গীতিকবি তারেক আনন্দ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

আরো পড়ুন:

গানটিতে কন্ঠ দিয়েছেন দোলা। এর র‌্যাপ পার্ট গেয়েছেন রিজান। ‘ভাইরাল ফ্যামিলি’ ধারাবাহিকে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, আনিকা কবির শখ, আব্দুল্লাহ রানা, মুকিত জাকারিয়া, নাবিলা ইসলাম, শেলি আহসান, ডিকন নূর, নরেশ ভুইয়া, ফরহান লিমন, আনোয়ার আহমেদ, সময় মন্ডল, খান আতিক প্রমুখ।

খুব শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান এর পরিচালক নিকুল কুমার মন্ডল।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়